পেন ড্রাইভ দিয়ে সবচেয়ে সহজে উইন্ডোজ ইন্সটল করুন

আমরা অনেকে নেট বুক ব্যবহার করি । কিন্তু নেট বুকে ডিবিডি রুম না থাকায় নতুন করে উইন্ডোজ ইন্সটল করার সময় আমাদের পরতে হয় বিপাকে । আর যাতে এমন বিপাকে পরতে না হয় সে জন্যই পেন ড্রাইভে কি করে উইন্ডোজ ইন্সটল করা যায় তাই আপনাদের দেখাব..

কোরআনের বাংলা অনুবাদ পাঠ ১ (সূরা আল ফাতিহা)

বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো। আজ থেকে সুরু করতে জাচ্ছি কোরআনের আরবী থেকে বাংলা অনুবাদ।.....

HTML শিখার বাংলা বই লাগবে কারু ??

HTML শিখার জন্য আমরা সবাই বই খুঁজি কিন্তু ভাল বই পাই না। যদিও পাই, তাও ইংরেজিংতে থাকে। তাহলে কি আমি বাংলায় HTML শিকতে পারবো না???? অবশ্যই পারবেন...

রসায়নের সহজ রাজ্য পাঠ-১

রসায়নের সহজ রাজ্য পাঠ-১রসায়নের সহজ রাজ্য পাঠ-২বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো। আমি আজ এমন একটি বিষয় নিয়ে...

এখন আযান দিবে আপনার কম্পিউটার

এবার একটি অনেক সুন্দর সফটওয়্যার নিয়ে এসেছি । আযান দেয়ার সফটওয়্যার (AZAAN) Pro 4.1এতে অনেক ধরণের সুবিধাদি আছে। এটা নামাজের ওয়াক্ত হলেই আপনার পিসিতে আযান দেবে।..

রসায়নের সহজ রাজ্য পাঠ-৩


রসায়নের সহজ রাজ্য পাঠ-২
বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো।
আবার চলে এলাম রসায়নের সহজ রাজ্যের ৩য় পাঠ নিয়ে।
  পাঠ-৩
চলো আজ আমরা পর্দাথের একটি গুরুত্বর্পূন বিষয় সর্ম্পকে জানি, তাহলো পর্দাথের পরিবরতন।

পর্দাথের পরিবরতন দুই ধরনের



১/ভৌত পরিবরতন।

২/রাসায়নিক পরিবরতন।


১/ভৌত পরিবরতন:-ভৌত পরিবরতন এমন একটি পরিবরতন যার ফলে পর্দাথের শুধু বাহিরের আকার বা অবস্হার পরিবরতন হয় কিন্তূ সেটি একটি নতুন পর্দাথে রুপান্তরিত হয় না তাকে ভৌত পরিবরতন বলে।

Example-পানিকে ঠান্ডা করলে তা বরফে পরিণত হয। তাপ দিলে জলীয় বাস্পে।কিন্তূ বরফকে তাপ দিলে এবং জলীয়বাষ্পকে শীতল করলে আবার পানিই পাওয়া যায় সুতরাংপানি হতে বরফ বা জলীয় বাষ্প তৈরি হওয়া এ কটি ভৌত পরিবরতন। কারন বরফ, জলীয়বাষ্প এটি হচেছ বাহিরের অবস্হা ,মুলত এর মুল জিনিস হলো পানি।


২/রাসায়নিক পরিবরতন:-
রাসায়নিক পরিবরতন এমন একটি পরিবরতন যার কারণে এক বা একাধিক বস্তূ তার মুল ধর্ম হারিয়ে একটি বা একের অধিক নতুন ধর্মসহ পর্দাথে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবরতন বলে।

Example- ধর একটুকরা কাঠকে আগুনে পুরানো হলো, কাঠটি পুরে কয়লায় পরিণত হলো, এবার দেখ বস্তূটি প্রথমে কাঠ ছিলো এবং পরে কয়লা হয়েছে। আর কয়লা কাঠ থেকে সর্ম্পূন ভিন্ন একটি বস্তূ। অর্থাৎ তার নতুন একটি ধর্ম ও আকার আছে, যা নতুন একটি পর্দাথে পরিনত হয়েছে। সুতরাং কাঠ হতে কয়লায় পরিণত হওয়া একটি রাসায়নিক পরিবরতন।
এছারা লোহার উপর মরিচা পড়া রাসায়নিক পরিবরতন এবং মোমবাতির দহনও একটি রাসায়নিক পরিবরতন।


বিশেষ দ্র: মনে রাখবে ভৌত পরিবরতন হয় অস্হায়ী চাইলে তাকে আগের অবস্হায় ফিরিয়ে আনা যায়।আর রাসায়নিক পরিবরতন হয় স্হায়ী ভাবে তাই চাইলেই তাকে আর র্পূবের অবস্হায় ফিরিয়ে আনা জায়না।

আজ এই পরজন্তই  ......রুবেলনেটের সাতেই থাকুন...

কোরআনের বাংলা অনুবাদ পাঠ ৩( সূরা আল বাক্বারাহ, আঃ ১১-২৫ )




সূরা আল বাক্বারাহ ( মদীনায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ২৮৬

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


وَإِذَا قِيلَ لَهُمْ لاَ تُفْسِدُواْ فِي الأَرْضِ قَالُواْ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি।


أَلا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَـكِن لاَّ يَشْعُرُونَ
মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।     


وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُواْ كَمَا آمَنَ النَّاسُ قَالُواْ أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاء أَلا إِنَّهُمْ هُمُ السُّفَهَاء وَلَـكِن لاَّ يَعْلَمُونَ
আর যখন তাদেরকে বলা হয়, অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আন, তখন তারা বলে, আমরাও কি ঈমান আনব বোকাদেরই মত! মনে রেখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না।


وَإِذَا لَقُواْ الَّذِينَ آمَنُواْ قَالُواْ آمَنَّا وَإِذَا خَلَوْاْ إِلَى شَيَاطِينِهِمْ قَالُواْ إِنَّا مَعَكْمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِؤُونَ
আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো (মুসলমানদের সাথে) উপহাস করি মাত্রা।


اللّهُ يَسْتَهْزِىءُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন। আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে।


أُوْلَـئِكَ الَّذِينَ اشْتَرُوُاْ الضَّلاَلَةَ بِالْهُدَى فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُواْ مُهْتَدِينَ
তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে। বস্তুতঃ তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি।


مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَاراً فَلَمَّا أَضَاءتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لاَّ يُبْصِرُونَ
তাদের অবস্থা সে ব্যক্তির মত, যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুললো, ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। ফলে, তারা কিছুই দেখতে পায় না।


صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لاَ يَرْجِعُونَ
তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না।     


أَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَاء فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصْابِعَهُمْ فِي آذَانِهِم مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ واللّهُ مُحِيطٌ بِالْكافِرِينَ
আর তাদের উদাহরণ সেসব লোকের মত যারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতে পথ চলে, যাতে থাকে আঁধার, গর্জন ও বিদ্যুৎচমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়। অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্ঠিত।


يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ كُلَّمَا أَضَاء لَهُم مَّشَوْاْ فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُواْ وَلَوْ شَاء اللّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللَّه عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
বিদ্যুতালোকে যখন সামান্য আলোকিত হয়, তখন কিছুটা পথ চলে। আবার যখন অন্ধকার হয়ে যায়, তখন ঠাঁয় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন, তাহলে তাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল।


يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُواْ رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তার এবাদত কর, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীদিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায়, তোমরা পরহেযগারী অর্জন করতে পারবে।


الَّذِي جَعَلَ لَكُمُ الأَرْضَ فِرَاشاً وَالسَّمَاء بِنَاء وَأَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقاً لَّكُمْ فَلاَ تَجْعَلُواْ لِلّهِ أَندَاداً وَأَنتُمْ تَعْلَمُونَ
যে পবিত্রসত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল-ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে। অতএব, আল্লাহর সাথে তোমরা অন্য কাকেও সমকক্ষ করো না। বস্তুতঃ এসব তোমরা জান।


وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُواْ بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُواْ شُهَدَاءكُم مِّن دُونِ اللّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
এতদসম্পর্কে যদি তোমাদের কোন সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মত একটি সূরা রচনা করে নিয়ে এস। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও-এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।


فَإِن لَّمْ تَفْعَلُواْ وَلَن تَفْعَلُواْ فَاتَّقُواْ النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ
আর যদি তা না পার-অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য।


وَبَشِّرِ الَّذِين آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ كُلَّمَا رُزِقُواْ مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقاً قَالُواْ هَـذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ وَأُتُواْ بِهِ مُتَشَابِهاً وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ
আর হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এতো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুতঃ তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে।






সব চেয়ে সহজ পদ্ধতীতে ব্লগস্পট ব্লগের ফেভিকন পরিবর্তন করুন



আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে খুব সহজেই আপনার ব্লগের ফেভিকন পরিবর্তন করবেন।

অনেকেই অনেক ভাবেই করে থাকে তবে আমার কাছে আমার দেখানো এই নিয়ম অনেক সহজ মনে হয় এবং আমি এটা নিচ্চিত করে বলতে পারব যে যারা একেবারেই নতুন তারাও এটি করতে পারবেন।


আসুন আর কথা না বাড়িয়ে আমাদের টিউন শুরু করি।



ব্লগস্পট ব্লগের ফেভিকন যেভাবে পরিবর্তন করবেন :

  • প্রথমে একটি ছবি সিলেক্ট করুন যেটি আপনি আপনার ব্লগের ফেভিকন হিসেবে এড করতে চান
  • এখন নিচের ছবিটির মত একটি ফর্ম আসবে



  • এখানে শুধু মাত্র browse অপশনে এ ক্লিক করে আপনার সিলেক্ট করা ছবিটি সিলেক্ট করুন
  • তারপর Convert বাটনে ক্লিক করুন
  • ছবিটি এবার সেইভ করুন

  • এবার আপনার ব্লগে লগ ইন করুন
  • তারপর Deshbord > Design > Edit Fevicon এ ক্লিক করুন



  • এখন আপনার শেষ কাজ , Edit Favico এ ক্লিক করার পর আপনার কনভার্ট করা ছবিটি সিলেক্ট করে সেইভ করুন
  • এবার আপনার ব্লগ একবার প্রিভিউ দিয়ে দেখুন যে আপনার তৈরি করা ফেভিকন শো করছে।

 কজহলে কমেন্ট করবেন

রসায়নের সহজ রাজ্য পাঠ-২


রসায়নের সহজ রাজ্য পাঠ-১



বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো।

আবার চলে এলাম রসায়নের সহজ রাজ্যের ২য় পাঠ নিয়ে।
জারা ১ম পাঠ পড়েন নাই, পড়ে নিন।

  পাঠ-২


২.তরল অবস্হা
যে পর্দাথের নির্দিষ্ট আয়তন আছে কিন্তূ নির্দিষ্ট আকার নেই তাকে তরল পর্দাথ বলে।
Example-পানি,পেট্রোল,কেরোসিন,ভোজ্য তেল ইত্যাদি।


তরল পর্দাথ চেনার উপায়:-

১/তরল পর্দাথ যে পাএ রাখা হয় সে পাএর আকার ধারন করে।
২/তরল পর্দাথের নির্দিষ্ট কোন আকার নেই।
৩/তরল পর্দাথের অনু সমুহ পরস্পরের সন্নিকটে থাকে কিন্তূ অনু গুলো চলাচল
করতে পারে।


৩.বায়ুবীয় বা গ্যাসীয়
যে পর্দাথের নির্দিষ্ট আয়তন ও আকার কোনটিই নেই তাকে বায়ুবীয় বা গ্যাসীয় পর্দাথ বলে।
Example-অকসিজেন-নাইট্রোজেন-হাইড্রোজেন-র্কাবন ডাইঅকসাইড ইত্যাদি।

গ্যাসীয় পর্দাথ চেনার উপায়:-
১/গ্যাসীয় পর্দাথের অনু সমুহ এর মধ্যে দুরত্ব অনেক বেশি। তাই এরা
স্বাধীনভাবে চলাচল করতে পারে।
২/এদের মধ্যে আকরষন বল নেই বললেই চলে।
 ৩/এদেরকে চখে দেখা যায় না।





আজ এই পরজন্তই ৩য় পাঠে বাকিটা ......রুবেলনেটের সাতেই থাকুন...

কোরআনের বাংলা অনুবাদ পাঠ ২ ( সূরা আল বাক্বারাহ, আঃ ১-১০ )




 সূরা আল বাক্বারাহ ( মদীনায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ২৮৬


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

الم
আলিফ লাম মীম।

ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য,

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে

والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ
এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে।

أُوْلَـئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُون
তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম।

إِنَّ الَّذِينَ كَفَرُواْ سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لاَ يُؤْمِنُونَ
নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না।

خَتَمَ اللّهُ عَلَى قُلُوبِهمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عظِيمٌ
আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।

وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়।

يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ
তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।

فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللّهُ مَرَضاً وَلَهُم عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
তাদের অন্তঃকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন।

কোরআনের বাংলা অনুবাদ পাঠ ১ (সূরা আল ফাতিহা)


বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো।

আজ থেকে সুরু করতে জাচ্ছি কোরআনের আরবী থেকে বাংলা অনুবাদ।

প্রথমে
           সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৭




শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।        بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم

যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।      الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ

   যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।         الرَّحْمـنِ الرَّحِيمِ

যিনি বিচার দিনের মালিক।        مَـالِكِ يَوْمِ الدِّينِ

আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।     إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ

আমাদেরকে সরল পথ দেখাও,      اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ


صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّين
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।                    




ফেসবুকে রুবেলনেট

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More