রসায়নের সহজ রাজ্য পাঠ-১



বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো। আমি আজ এমন একটি বিষয় নিয়ে Post করতে যাচিছ যা most of student in Bangladesh faith of different.বালাদেশের সকল ছাএরা কঠিন মনে করে,তা হলো রসায়নবিজ্ঞান।যে সকল বন্দুরা রসাযনকে কঠিন মনে কর্ তারা সবাই চলো আমার সঙ্গে রসায়নের সহজ রাজ্যে আসা করি কঠিন শব্দটা ভুলে যাবে।তাহলে চলো আর দেরি নয়’




পর্দাথের অবস্হা ও পরিবরতন

চলো আমরা পর্দাথ সম্পর্কে জানি। আমাদের চারপাশে যা কিছু আছে তাই পর্দাথ।অর্থাৎ যার ভর আছে, যা জায়গা দখল করে তাকেই পর্দাথ বলে। এরচেয়ে সহজ ভাবে বলা যায় (যার জরতা আছে তাকেই পর্দাথ বলে।)

Example-টেবিল,চেয়ার,মাটি,পানি,বাতাস ইত্যাদি।(তোমরা হয়ত মনে করছো বাতাস কিভাবে পর্দাথ হয়?)

তাহলে চলো জানি বাতাস কি করে পর্দাথ হয়, বাতাসকে আমরা দেথতে পাইনা কিন্তূ তার অস্তিত্ব অনুভব করি,তার ভর আছে এবং তা স্হান দথল করে সুতরাং বাতাস পর্দাথ।
অতএব-তাপ,আলোক প্রভুতি হচেছ শক্তি। এগুলো কোন স্হান দখল করে না এবং এদের ভর নাই।সুতরাং এগুলো পর্দাথ নয়।



পর্দাথের অবস্হা
পর্দাথ তিন অবস্হায় থাকতে পারে:
  1. কঠিন পর্দাথ ।
  2. তরল পর্দাথ ।  
  3. বায়ুবী বা গ্যাসীয়।


1.কটিন পর্দাথ:- যে পর্দাথের নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট আকার এবং কম বেশি দৃঢ়তা আছে তাকে কঠিন পর্দাথ বলে।

Example- পাথর,লবন,বালু এবং বিভিন্ন ধাতু ইত্যাদি।

কঠিন পর্দাথ চেনার উপায়:-

  1. সাধারনত বল প্রয়োগ করে কঠিন পর্দাথকে ভাঙ্গা যায় না।
  2. কঠিন পর্দাথের কম বেশি দৃঢ়তা আছে।
  3. কঠিন পর্দাথের অনু গুলো পরস্পরের অতি সন্নিকটে থাকে।


আজ এই পরজন্তই ২য় পাঠে বাকিটা ..............রুবেলনেটের সাতেই থাকুন......

1 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ফেসবুকে রুবেলনেট

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More