রসায়নের সহজ রাজ্য পাঠ-২


রসায়নের সহজ রাজ্য পাঠ-১



বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো।

আবার চলে এলাম রসায়নের সহজ রাজ্যের ২য় পাঠ নিয়ে।
জারা ১ম পাঠ পড়েন নাই, পড়ে নিন।

  পাঠ-২


২.তরল অবস্হা
যে পর্দাথের নির্দিষ্ট আয়তন আছে কিন্তূ নির্দিষ্ট আকার নেই তাকে তরল পর্দাথ বলে।
Example-পানি,পেট্রোল,কেরোসিন,ভোজ্য তেল ইত্যাদি।


তরল পর্দাথ চেনার উপায়:-

১/তরল পর্দাথ যে পাএ রাখা হয় সে পাএর আকার ধারন করে।
২/তরল পর্দাথের নির্দিষ্ট কোন আকার নেই।
৩/তরল পর্দাথের অনু সমুহ পরস্পরের সন্নিকটে থাকে কিন্তূ অনু গুলো চলাচল
করতে পারে।


৩.বায়ুবীয় বা গ্যাসীয়
যে পর্দাথের নির্দিষ্ট আয়তন ও আকার কোনটিই নেই তাকে বায়ুবীয় বা গ্যাসীয় পর্দাথ বলে।
Example-অকসিজেন-নাইট্রোজেন-হাইড্রোজেন-র্কাবন ডাইঅকসাইড ইত্যাদি।

গ্যাসীয় পর্দাথ চেনার উপায়:-
১/গ্যাসীয় পর্দাথের অনু সমুহ এর মধ্যে দুরত্ব অনেক বেশি। তাই এরা
স্বাধীনভাবে চলাচল করতে পারে।
২/এদের মধ্যে আকরষন বল নেই বললেই চলে।
 ৩/এদেরকে চখে দেখা যায় না।





আজ এই পরজন্তই ৩য় পাঠে বাকিটা ......রুবেলনেটের সাতেই থাকুন...

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ফেসবুকে রুবেলনেট

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More