পেন ড্রাইভ দিয়ে সবচেয়ে সহজে উইন্ডোজ ইন্সটল করুন

আমরা অনেকে নেট বুক ব্যবহার করি । কিন্তু নেট বুকে ডিবিডি রুম না থাকায় নতুন করে উইন্ডোজ ইন্সটল করার সময় আমাদের পরতে হয় বিপাকে । আর যাতে এমন বিপাকে পরতে না হয় সে জন্যই পেন ড্রাইভে কি করে উইন্ডোজ ইন্সটল করা যায় তাই আপনাদের দেখাব..

কোরআনের বাংলা অনুবাদ পাঠ ১ (সূরা আল ফাতিহা)

বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো। আজ থেকে সুরু করতে জাচ্ছি কোরআনের আরবী থেকে বাংলা অনুবাদ।.....

HTML শিখার বাংলা বই লাগবে কারু ??

HTML শিখার জন্য আমরা সবাই বই খুঁজি কিন্তু ভাল বই পাই না। যদিও পাই, তাও ইংরেজিংতে থাকে। তাহলে কি আমি বাংলায় HTML শিকতে পারবো না???? অবশ্যই পারবেন...

রসায়নের সহজ রাজ্য পাঠ-১

রসায়নের সহজ রাজ্য পাঠ-১রসায়নের সহজ রাজ্য পাঠ-২বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো। আমি আজ এমন একটি বিষয় নিয়ে...

এখন আযান দিবে আপনার কম্পিউটার

এবার একটি অনেক সুন্দর সফটওয়্যার নিয়ে এসেছি । আযান দেয়ার সফটওয়্যার (AZAAN) Pro 4.1এতে অনেক ধরণের সুবিধাদি আছে। এটা নামাজের ওয়াক্ত হলেই আপনার পিসিতে আযান দেবে।..

রসায়নের সহজ রাজ্য পাঠ-৩


রসায়নের সহজ রাজ্য পাঠ-২
বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো।
আবার চলে এলাম রসায়নের সহজ রাজ্যের ৩য় পাঠ নিয়ে।
  পাঠ-৩
চলো আজ আমরা পর্দাথের একটি গুরুত্বর্পূন বিষয় সর্ম্পকে জানি, তাহলো পর্দাথের পরিবরতন।

পর্দাথের পরিবরতন দুই ধরনের



১/ভৌত পরিবরতন।

২/রাসায়নিক পরিবরতন।


১/ভৌত পরিবরতন:-ভৌত পরিবরতন এমন একটি পরিবরতন যার ফলে পর্দাথের শুধু বাহিরের আকার বা অবস্হার পরিবরতন হয় কিন্তূ সেটি একটি নতুন পর্দাথে রুপান্তরিত হয় না তাকে ভৌত পরিবরতন বলে।

Example-পানিকে ঠান্ডা করলে তা বরফে পরিণত হয। তাপ দিলে জলীয় বাস্পে।কিন্তূ বরফকে তাপ দিলে এবং জলীয়বাষ্পকে শীতল করলে আবার পানিই পাওয়া যায় সুতরাংপানি হতে বরফ বা জলীয় বাষ্প তৈরি হওয়া এ কটি ভৌত পরিবরতন। কারন বরফ, জলীয়বাষ্প এটি হচেছ বাহিরের অবস্হা ,মুলত এর মুল জিনিস হলো পানি।


২/রাসায়নিক পরিবরতন:-
রাসায়নিক পরিবরতন এমন একটি পরিবরতন যার কারণে এক বা একাধিক বস্তূ তার মুল ধর্ম হারিয়ে একটি বা একের অধিক নতুন ধর্মসহ পর্দাথে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবরতন বলে।

Example- ধর একটুকরা কাঠকে আগুনে পুরানো হলো, কাঠটি পুরে কয়লায় পরিণত হলো, এবার দেখ বস্তূটি প্রথমে কাঠ ছিলো এবং পরে কয়লা হয়েছে। আর কয়লা কাঠ থেকে সর্ম্পূন ভিন্ন একটি বস্তূ। অর্থাৎ তার নতুন একটি ধর্ম ও আকার আছে, যা নতুন একটি পর্দাথে পরিনত হয়েছে। সুতরাং কাঠ হতে কয়লায় পরিণত হওয়া একটি রাসায়নিক পরিবরতন।
এছারা লোহার উপর মরিচা পড়া রাসায়নিক পরিবরতন এবং মোমবাতির দহনও একটি রাসায়নিক পরিবরতন।


বিশেষ দ্র: মনে রাখবে ভৌত পরিবরতন হয় অস্হায়ী চাইলে তাকে আগের অবস্হায় ফিরিয়ে আনা যায়।আর রাসায়নিক পরিবরতন হয় স্হায়ী ভাবে তাই চাইলেই তাকে আর র্পূবের অবস্হায় ফিরিয়ে আনা জায়না।

আজ এই পরজন্তই  ......রুবেলনেটের সাতেই থাকুন...

কোরআনের বাংলা অনুবাদ পাঠ ৩( সূরা আল বাক্বারাহ, আঃ ১১-২৫ )




সূরা আল বাক্বারাহ ( মদীনায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ২৮৬

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


وَإِذَا قِيلَ لَهُمْ لاَ تُفْسِدُواْ فِي الأَرْضِ قَالُواْ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি।


أَلا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَـكِن لاَّ يَشْعُرُونَ
মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।     


وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُواْ كَمَا آمَنَ النَّاسُ قَالُواْ أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاء أَلا إِنَّهُمْ هُمُ السُّفَهَاء وَلَـكِن لاَّ يَعْلَمُونَ
আর যখন তাদেরকে বলা হয়, অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আন, তখন তারা বলে, আমরাও কি ঈমান আনব বোকাদেরই মত! মনে রেখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না।


وَإِذَا لَقُواْ الَّذِينَ آمَنُواْ قَالُواْ آمَنَّا وَإِذَا خَلَوْاْ إِلَى شَيَاطِينِهِمْ قَالُواْ إِنَّا مَعَكْمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِؤُونَ
আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো (মুসলমানদের সাথে) উপহাস করি মাত্রা।


اللّهُ يَسْتَهْزِىءُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ
বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন। আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে।


أُوْلَـئِكَ الَّذِينَ اشْتَرُوُاْ الضَّلاَلَةَ بِالْهُدَى فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُواْ مُهْتَدِينَ
তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে। বস্তুতঃ তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি।


مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَاراً فَلَمَّا أَضَاءتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لاَّ يُبْصِرُونَ
তাদের অবস্থা সে ব্যক্তির মত, যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুললো, ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। ফলে, তারা কিছুই দেখতে পায় না।


صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لاَ يَرْجِعُونَ
তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না।     


أَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَاء فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصْابِعَهُمْ فِي آذَانِهِم مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ واللّهُ مُحِيطٌ بِالْكافِرِينَ
আর তাদের উদাহরণ সেসব লোকের মত যারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতে পথ চলে, যাতে থাকে আঁধার, গর্জন ও বিদ্যুৎচমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়। অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্ঠিত।


يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ كُلَّمَا أَضَاء لَهُم مَّشَوْاْ فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُواْ وَلَوْ شَاء اللّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللَّه عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
বিদ্যুতালোকে যখন সামান্য আলোকিত হয়, তখন কিছুটা পথ চলে। আবার যখন অন্ধকার হয়ে যায়, তখন ঠাঁয় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন, তাহলে তাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বময় ক্ষমতাশীল।


يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُواْ رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তার এবাদত কর, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীদিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায়, তোমরা পরহেযগারী অর্জন করতে পারবে।


الَّذِي جَعَلَ لَكُمُ الأَرْضَ فِرَاشاً وَالسَّمَاء بِنَاء وَأَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقاً لَّكُمْ فَلاَ تَجْعَلُواْ لِلّهِ أَندَاداً وَأَنتُمْ تَعْلَمُونَ
যে পবিত্রসত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল-ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে। অতএব, আল্লাহর সাথে তোমরা অন্য কাকেও সমকক্ষ করো না। বস্তুতঃ এসব তোমরা জান।


وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُواْ بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُواْ شُهَدَاءكُم مِّن دُونِ اللّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
এতদসম্পর্কে যদি তোমাদের কোন সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মত একটি সূরা রচনা করে নিয়ে এস। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও-এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।


فَإِن لَّمْ تَفْعَلُواْ وَلَن تَفْعَلُواْ فَاتَّقُواْ النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ
আর যদি তা না পার-অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য।


وَبَشِّرِ الَّذِين آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ كُلَّمَا رُزِقُواْ مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقاً قَالُواْ هَـذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ وَأُتُواْ بِهِ مُتَشَابِهاً وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ
আর হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এতো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুতঃ তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে।






সব চেয়ে সহজ পদ্ধতীতে ব্লগস্পট ব্লগের ফেভিকন পরিবর্তন করুন



আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে খুব সহজেই আপনার ব্লগের ফেভিকন পরিবর্তন করবেন।

অনেকেই অনেক ভাবেই করে থাকে তবে আমার কাছে আমার দেখানো এই নিয়ম অনেক সহজ মনে হয় এবং আমি এটা নিচ্চিত করে বলতে পারব যে যারা একেবারেই নতুন তারাও এটি করতে পারবেন।


আসুন আর কথা না বাড়িয়ে আমাদের টিউন শুরু করি।



ব্লগস্পট ব্লগের ফেভিকন যেভাবে পরিবর্তন করবেন :

  • প্রথমে একটি ছবি সিলেক্ট করুন যেটি আপনি আপনার ব্লগের ফেভিকন হিসেবে এড করতে চান
  • এখন নিচের ছবিটির মত একটি ফর্ম আসবে



  • এখানে শুধু মাত্র browse অপশনে এ ক্লিক করে আপনার সিলেক্ট করা ছবিটি সিলেক্ট করুন
  • তারপর Convert বাটনে ক্লিক করুন
  • ছবিটি এবার সেইভ করুন

  • এবার আপনার ব্লগে লগ ইন করুন
  • তারপর Deshbord > Design > Edit Fevicon এ ক্লিক করুন



  • এখন আপনার শেষ কাজ , Edit Favico এ ক্লিক করার পর আপনার কনভার্ট করা ছবিটি সিলেক্ট করে সেইভ করুন
  • এবার আপনার ব্লগ একবার প্রিভিউ দিয়ে দেখুন যে আপনার তৈরি করা ফেভিকন শো করছে।

 কজহলে কমেন্ট করবেন

রসায়নের সহজ রাজ্য পাঠ-২


রসায়নের সহজ রাজ্য পাঠ-১



বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো।

আবার চলে এলাম রসায়নের সহজ রাজ্যের ২য় পাঠ নিয়ে।
জারা ১ম পাঠ পড়েন নাই, পড়ে নিন।

  পাঠ-২


২.তরল অবস্হা
যে পর্দাথের নির্দিষ্ট আয়তন আছে কিন্তূ নির্দিষ্ট আকার নেই তাকে তরল পর্দাথ বলে।
Example-পানি,পেট্রোল,কেরোসিন,ভোজ্য তেল ইত্যাদি।


তরল পর্দাথ চেনার উপায়:-

১/তরল পর্দাথ যে পাএ রাখা হয় সে পাএর আকার ধারন করে।
২/তরল পর্দাথের নির্দিষ্ট কোন আকার নেই।
৩/তরল পর্দাথের অনু সমুহ পরস্পরের সন্নিকটে থাকে কিন্তূ অনু গুলো চলাচল
করতে পারে।


৩.বায়ুবীয় বা গ্যাসীয়
যে পর্দাথের নির্দিষ্ট আয়তন ও আকার কোনটিই নেই তাকে বায়ুবীয় বা গ্যাসীয় পর্দাথ বলে।
Example-অকসিজেন-নাইট্রোজেন-হাইড্রোজেন-র্কাবন ডাইঅকসাইড ইত্যাদি।

গ্যাসীয় পর্দাথ চেনার উপায়:-
১/গ্যাসীয় পর্দাথের অনু সমুহ এর মধ্যে দুরত্ব অনেক বেশি। তাই এরা
স্বাধীনভাবে চলাচল করতে পারে।
২/এদের মধ্যে আকরষন বল নেই বললেই চলে।
 ৩/এদেরকে চখে দেখা যায় না।





আজ এই পরজন্তই ৩য় পাঠে বাকিটা ......রুবেলনেটের সাতেই থাকুন...

কোরআনের বাংলা অনুবাদ পাঠ ২ ( সূরা আল বাক্বারাহ, আঃ ১-১০ )




 সূরা আল বাক্বারাহ ( মদীনায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ২৮৬


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

الم
আলিফ লাম মীম।

ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য,

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে

والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ
এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে।

أُوْلَـئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُون
তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম।

إِنَّ الَّذِينَ كَفَرُواْ سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لاَ يُؤْمِنُونَ
নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না।

خَتَمَ اللّهُ عَلَى قُلُوبِهمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عظِيمٌ
আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।

وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ
আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়।

يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ
তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।

فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللّهُ مَرَضاً وَلَهُم عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
তাদের অন্তঃকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন।

কোরআনের বাংলা অনুবাদ পাঠ ১ (সূরা আল ফাতিহা)


বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো।

আজ থেকে সুরু করতে জাচ্ছি কোরআনের আরবী থেকে বাংলা অনুবাদ।

প্রথমে
           সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৭




শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।        بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم

যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।      الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ

   যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।         الرَّحْمـنِ الرَّحِيمِ

যিনি বিচার দিনের মালিক।        مَـالِكِ يَوْمِ الدِّينِ

আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।     إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ

আমাদেরকে সরল পথ দেখাও,      اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ


صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّين
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।                    




রসায়নের সহজ রাজ্য পাঠ-১



বিসমিল্লাহির রাহমানির রাহিম,প্রিয় বন্দুরা কেমন আছ,আসা করি নিশ্চয়্‌ই ভালো আছো। আমি আজ এমন একটি বিষয় নিয়ে Post করতে যাচিছ যা most of student in Bangladesh faith of different.বালাদেশের সকল ছাএরা কঠিন মনে করে,তা হলো রসায়নবিজ্ঞান।যে সকল বন্দুরা রসাযনকে কঠিন মনে কর্ তারা সবাই চলো আমার সঙ্গে রসায়নের সহজ রাজ্যে আসা করি কঠিন শব্দটা ভুলে যাবে।তাহলে চলো আর দেরি নয়’




পর্দাথের অবস্হা ও পরিবরতন

চলো আমরা পর্দাথ সম্পর্কে জানি। আমাদের চারপাশে যা কিছু আছে তাই পর্দাথ।অর্থাৎ যার ভর আছে, যা জায়গা দখল করে তাকেই পর্দাথ বলে। এরচেয়ে সহজ ভাবে বলা যায় (যার জরতা আছে তাকেই পর্দাথ বলে।)

Example-টেবিল,চেয়ার,মাটি,পানি,বাতাস ইত্যাদি।(তোমরা হয়ত মনে করছো বাতাস কিভাবে পর্দাথ হয়?)

তাহলে চলো জানি বাতাস কি করে পর্দাথ হয়, বাতাসকে আমরা দেথতে পাইনা কিন্তূ তার অস্তিত্ব অনুভব করি,তার ভর আছে এবং তা স্হান দথল করে সুতরাং বাতাস পর্দাথ।
অতএব-তাপ,আলোক প্রভুতি হচেছ শক্তি। এগুলো কোন স্হান দখল করে না এবং এদের ভর নাই।সুতরাং এগুলো পর্দাথ নয়।



পর্দাথের অবস্হা
পর্দাথ তিন অবস্হায় থাকতে পারে:
  1. কঠিন পর্দাথ ।
  2. তরল পর্দাথ ।  
  3. বায়ুবী বা গ্যাসীয়।


1.কটিন পর্দাথ:- যে পর্দাথের নির্দিষ্ট আয়তন, নির্দিষ্ট আকার এবং কম বেশি দৃঢ়তা আছে তাকে কঠিন পর্দাথ বলে।

Example- পাথর,লবন,বালু এবং বিভিন্ন ধাতু ইত্যাদি।

কঠিন পর্দাথ চেনার উপায়:-

  1. সাধারনত বল প্রয়োগ করে কঠিন পর্দাথকে ভাঙ্গা যায় না।
  2. কঠিন পর্দাথের কম বেশি দৃঢ়তা আছে।
  3. কঠিন পর্দাথের অনু গুলো পরস্পরের অতি সন্নিকটে থাকে।


আজ এই পরজন্তই ২য় পাঠে বাকিটা ..............রুবেলনেটের সাতেই থাকুন......

এখন আযান দিবে আপনার কম্পিউটার


এবার একটি অনেক সুন্দর সফটওয়্যার নিয়ে এসেছি । আযান দেয়ার সফটওয়্যার (AZAAN) Pro 4.1

এতে অনেক ধরণের সুবিধাদি আছে। এটা নামাজের ওয়াক্ত হলেই আপনার পিসিতে আযান দেবে। কা’বা শরীফের দিককে ইন্ডিকেট করবে যে, এত ডিগ্রি কোণে অমুক দিকে তা আছে। কম্পিউটার স্টার্ট করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম তেলাওয়াত করবে। আপনি নির্দিষ্ট ওয়াক্তের জন্য আযান সিলেক্ট করে নিতে পারবেন। মক্কার কা’বা শরীফ,মদীনার মসজিদে নববী, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, সিরিয়ার দামেস্ক মসজিদ ও কায়রো শহরের দুইটি আযান কিংবা আপনার কাছে কোন আজানের অডিও ফাইল থেকেও আপনি সিলেক্ট করতে পারেন।






এছাড়া এটা আপনাকে পরবর্তী নামাজের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তাও জানিয়ে দেবে। পৃথিবীর যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের নামাজের স্থায়ী সময়সূচী আপনি এর মাধ্যমে জানতে পারবেন।আযান শেষ হয়ে গেলে আযানের দোয়া পড়বে, সূরা পড়বে , । আরও অনেক কিছু । তাহলে, দেরী না করে এখনই ডাউনলোড করে নিন। তারপর দেখুন কেমন লাগে। আশা করি ভাল লাগবে ইনশাল্লাহ।




HTML শিখার বাংলা বই লাগবে করু ??



HTML শিখার জন্য আমরা সবাই বই খুঁজি কিন্তু ভাল বই পাই না। যদিও পাই, তাও ইংরেজিংতে থাকে। তাহলে কি আমি বাংলায় HTML শিকতে পারবো না???? অবশ্যই পারবেন। আজ আমি আপনাদের জন্য HTML শিখার একটি চরম বই নিয়ে এলাম।



HTML যারা জানেন, তারাও এই বইটি পড়তে পারেন। আর যারা জানেন না বা ইংরেজিকে ভয় পান বলে HTML শিকতে পারেন না, তারা এই বই ডাউনলোড করে নিতে পারেন।



  বইটি ডাউনলোড  করতে নিচে ক্লিক করুন





পেন ড্রাইভ দিয়ে সবচেয়ে সহজে উইন্ডোজ ইন্সটল করুন


আমরা অনেকে নেট বুক ব্যবহার করি । কিন্তু নেট বুকে ডিবিডি রুম না থাকায় নতুন করে উইন্ডোজ ইন্সটল করার সময় আমাদের পরতে হয় বিপাকে । আর যাতে এমন বিপাকে পরতে না হয় সে জন্যই পেন ড্রাইভে কি করে উইন্ডোজ ইন্সটল করা যায় তাই আপনাদের দেখাব ।

এই প্রক্রিয়ায় উইন্ডোজ ইন্সটল করতে আপনার যা লাগবে তা হল



  • একটি উইন্ডোজ সিডি
  • একটি ডেস্কটপ কম্পিউটার
  • একটি ৮গিগা বাইট পেন ড্রাইভ এবং
  • আমার দেওয়া এই দুটি সফটওয়্যার(DVD ISO Maker এবং Universal USB Installer 1.8.6.2)

প্রথমে ডেস্কটপ কম্পিউটারের ডিবিডি রুমে উইন্ডোজ সিডিটি প্রবেশ করান । এরপর DVD ISO Maker সফটওয়্যারটি Run করান । নিচের স্ক্রীন শর্টটি দেখুন




Next দিয়ে এগিয়ে যান এবং Save করুন । বেশ ISO ফ্যারমেটে তৈরি হয়ে গেল আপনার সফটওয়্যারটি । এখন তা আপনার পেন ড্রাইভে কপি করে সহজেই উইন্ডোজ ইন্সটল করতে পারেন । কিন্তু কথা হল ISO ফ্যারমেটে তৈরি করা এই ফাইলটি পিসি থেকে আপনার পেন ড্রাইভে সরাসরি কপি হবে না । এজন্য আপনাকে ব্যবহার করতে হবে Universal-USB-Installer সফটওয়্যারটি । নিচের স্ক্রীন শর্টটি দেখুন




এখানে আপনি যে windows দিতে চান সেটি নির্বাচন করুন । আমি windows 7 দিতে চাই তাই সেটি নির্বাচন করেছি ।

নিচের আরো একটি স্ক্রীন শর্ট দেখুন



এবার যে জায়গায় ISO ফাইলটি রেখে ছিলেন তা দেখিয়ে দিন এবং সব শেষে Create দিন ।

মাশাআল্লাহ আপনার ISO ফাইলটি আপনার পেন ড্রাইভে কপি হয়ে গেল ।

এখন থেকে কোন জামেলা ছাড়াই এই প্রক্রিয়ায় পেন ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করুন ।



কি-বোর্ডের ফাংশন কি সমূহের কাজ (F1 থেকে F12 পর্যন্ত)


কম্পিউটারের কি বোর্ডের ওপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে বলা হয় ফাংশন কি। এসব কি একবার চেপেই বিভিন্ন সফটওয়্যারে নানা রকম কাজ করা যায়। আজ আমি আপনাদের দেখাব যে এই সব কি-য়ের কাজ কি কি । এরা কোন কোন কাজ করে থাকে । আমরা হয়ত অনেকেই জানি । তাও আবার একটু ঝালিয়ে  নেওয়া আর কি ।

  • F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।
  • F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
  • F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
  • F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
  • F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
  • F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
  • F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।
  • F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
  • F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
  • F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
  • F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
  • F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।

ফায়ারফক্স এর শর্টকার্ট কিবোর্ড টিপস



ফায়ারফক্স হচ্ছে সব থেকে বেশি প্রচলিত ও প্রিয় ওয়েব ব্রাউজার। ব্রাউজারের দুনিয়ায় অনেক ব্রাউজার আছে তবে তাদের চেয়ে ফায়ারফক্স অপ্রতিরোধ্য কারণ এর ফিচার অন্যসব ব্রাউজার থেকে অনেক বেশী। আসুন দেখে নিই এটার বিশেষ কি কি সুযোগ সুবিধা আছে ।


স্ক্রিনে অনেক জায়গা রাখতে চাইলে- View>Toolbar>Customize> এবার ক্লিক করুন Use small icons এ। দেখুন আপনার স্ক্রিনে অনেক জায়গা বেড়ে গেছে।




কিছু কী-বোর্ড শর্টকাট:

• পেজের নিচের দিকে আসতে চাইলে- Spacebar প্রেস করুন।
• পেজের উপরের দিকে আসতে চাইলে- Shift + Spacebarপ্রেস করুন।
• ওয়েব পেজে কোন কিছু খুজতে চাইলে- Ctrl + F প্রেস করুন।
• পরের শব্দ খুজতে চাইলে- Alt + Nপ্রেস করুন।
• কোন কিছু বুকমার্ক করতে চাইলে- Ctrl + D প্রেস করুন।
• নতুন ট্যাব খুলতে চাইলে- Ctrl + T প্রেস করুন।
• সরাসরি সার্চ বক্স এ যেতে চাইলে- Ctrl + K প্রেস করুন।
• সরাসরি এ্যাডড্রেস বার এ যেতে চাইলে Ctrl + L প্রেস করুন।
• লেখাকে বড় করতে চাইলে- Ctrl + =প্রেস করুন।
• লেখাকে ছোট করতে চাইলে- Ctrl + – প্রেস করুন।
• ট্যাব বন্ধ করার জন্য- Ctrl + Wপ্রেস করুন।
• রিলোড অথবা রিফ্রেস এর জন্য- F5প্রেস করুন।
• হোম পেজে যেতে চাইলে- Alt + Homeপ্রেস করুন।


সয়ংক্রিয় ভাবে ওয়েব পেজের নাম বসাতে গেলে- ধরুন www.rubelnet.com একটি সাইটের নাম এখন এর আগে www এবং পরে যদি .com/.net/.org থাকে তাহলে যা করবেন।

• Shift + Enter- .Net এর জন্য।
• Ctrl + Enter- .Com এর জন্য।
• Ctrl + Shift + Enter- .Org এর জন্য।


আগের ট্যাব অথবা পরের ট্যাব গুলোতে নেভিগেট করতে-

• Ctrl + Tab- সামনের ট্যাব এ যেতে।
• Ctrl + Shft + Tab- পেছনের ট্যাব এ আসতে।
• Ctrl +1-9- যদি আপনার ৯টা ট্যাব খোলা থাকে তাহলে ১ থেকে ৯নং ট্যাবে যাওয়ার জন্য।


যদি History থেকে কোন পেজকে ডিলিট করতে চান তাহলে এ্যাডড্রেস বার থেকে পেজটি সিলেক্ট করে শুধু ডিলিট কি প্রেস করুন।







পোস্ট গুলি পড়তে পারেন

• কম্পিউটারের সাউন্ড নিয়ে সমস্যা ?
•কি ভাবে ব্লগস্পটে ড্রপ ডাউন মেনু করতে হয় ?
•ব্লগের পোস্টের শেষে “বিস্তারিত পড়ুন” এই লেখাটি স্থাপন করুন


কম্পিউটারের সাউন্ড নিয়ে সমস্যা ?


সাউন্ড নিঃসন্দেহে কম্পিউটারের অপরিহার্য একটি অংশ। কিন্তু একে নিয়ে বিড়ম্বনাও কম না। বন্ধুদেরকে নিয়ে আসলেন মুভি দেখাবেন বলে। কিন্তু পিসি অন করে মুভি প্লে করে দেখলেন ভিডিও আসছে কিন্তু সাউন্ড উধাও। অনেকেই মাঝেমধ্যে এরকম বিড়ম্বনাকর পরিস্থিতিতে পড়ে থাকেন। হঠা হঠা তো সাউন্ডের আইকনটাকেই খুঁজে পাওয়া যায় না। আসুন দেখে নিই কি করবেন তখন।
**
প্রথমেই যথারীতি দেখতে হবে সাউন্ড কার্ড স্পিকারের সব কানেকশন ঠিক আছে কিনা। মনে রাখবেন সাউন্ড কার্ডের মাঝের সবুজ পোর্টে স্পিকারের ইনপুট জ্যাকে ঢুকাতে হয়।




** সব ঠিক আছে ? তাহলে এবার দেখুন তো উইন্ডোজের নোটিফিকেশনগুলোর (ডিসপ্লের নিচে ডানকোণায় ঘড়ির পাশে) মধ্যে সাউন্ডের আইকনটি খুঁজে পাওয়া যায় কি। নেই ? নাকি লাল ক্রস? তাহলে বুঝতে হবে সাউন্ডের ড্রাইভার ইন্সটল করতে হবে। ড্রাইভার ইন্সটল করে পিসি রিস্টার্ট দিন। ড্রাইভার না থাকলে উইন্ডোজ আপডেটের সহায়তা নিন।

** আইকন ঠিক আছে ? তাহলে দেখুন Mute অন করা কিনা। সাউন্ডের প্রোপ্রার্টিজে গিয়ে সাউন্ডের লেভেল চেক করুন।

** সব ঠিক ? ড্রাইভারও আছে ? তাহলে আগের ড্রাইভারটি আনইন্সটল করে আবার নতুন করে ড্রাইভার ইন্সটল করুন।

** আরেকটি ব্যাপার হতে পারে। সাউন্ড কার্ডের ড্রাইভার অন্য কোনো ড্রাইভারের সাথে কনফ্লিক্ট করতে পারে। এটি দেখার জন্য ডিভাইস ম্যানেজারে যান।

** সাউন্ড, ভিডিও এন্ড গেম কন্ট্রোলারস এক্সপান্ড করুন। যদি সাউন্ড কার্ডের পাশে হলুদ রংয়ের ‘!’ চিহ্ন দেখেন তাহলে বুঝতে হবে অন্য কোনো ডিভাইস সাউন্ড কার্ডের সাথে কনফ্লিক্ট করছে।

** এর সমাধান করতে ডিভাইস ম্যানেজার ট্যাব হতে প্রোপার্টিজ>রিসোর্সে যান। কনফ্লিক্টিং ডিভাইস লিস্ট হতে দায়ী ডিভাইসটি খুঁজে বের করুন। অটোমেটিক সেটিংস চেকবক্সে ক্লিক করে পিসি রিস্টার্ট করুন।

** এতেও কাজ হয়নি ? উপরের কাজটি আবার করে অটোমেটিক সেটিংস চেকবক্সটি ডিজেবল করে চেঞ্জ সেটিংস-এ ক্লিক করুন। অতঃপর বিভিন্ন সেটিংস-এর মাঝে দেখুন কখন কোন ডিভাইস কনফ্লিক করে, কখন করে না। কাজ শেষ হলে Ok করে পিসি আবার রিস্টার্ট দিন।

**স্পীকার যেই সাউন্ড কার্ডে লাগানো সেটাই ডিফল্ট সাউন্ড ডিভাইস হিসেবে চিহ্নিত করা আছে কিনা দেখুন।কেননা বর্তমানে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডেও সাউন্ড কার্ড থাকে।
**সামনের পোর্ট দিয়ে স্পষ্ট সাউন্ড পেতে হলে ড্রাইভার এবং বায়োস সেটিংস দুটোই কিন্তু ঠিক থাকতে হবে।

** আপনার স্পীকারের সংখ্যা ৫ বা ৭ হলে আবশ্যই সাউন্ড কার্ডে তার সাপোর্ট এবং প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করা থাকতে হবে। আর এজন্য ম্যানুয়াল দেখে কানেকশন ঠিকমতো লাগাতে হবে।




কি ভাবে ব্লগস্পটে ড্রপ ডাউন মেনু করতে হয় ?

আমার নিজের ব্লগ-সাইটের ড্রপ ডাউন মেনুর একটি স্কিন শর্ট ছবি


#স্টেপ ১ - প্রথমে আপনার blog site log in করেন তারপর Design > Page Element যান 






Click on Add a Gadget > HTML/JavaScript যোগ করেন তারপর content এ নিচের HTML code copy করে paste করেন > তারপর save করেন 


HTML code


<div class="menu">
<ul>
<li><a href="#">Home</a></li>
<li><a id="current" href="#">Products</a>
<ul>
<li><a href="#">Drop Down CSS Menus</a></li>
<li><a href="#">Horizontal CSS Menus</a></li>
<li><a href="#">Vertical CSS Menus</a></li>
<li><a href="#">Dreamweaver Menus</a></li>
</ul>
</li>
<li><a href="/faq.php">FAQ</a>
<ul>
<li><a href="#">Drop Down CSS Menus</a></li>
<li><a href="#">Horizontal CSS Menus</a></li>
<li><a href="#">Vertical CSS Menus</a></li>
<li><a href="#">Dreamweaver Menus</a></li>
</ul>
</li>
<li><a href="/contact/contact.php">Contact</a></li>
</ul>
</div>


এর পর আপনার HTML/JavaScript cursor দিয়ে ধরে post aria তে নিয়ে আসেন


#স্টেপ ২ - আবার যান Design > Edit HTML 



 
তারপর ]]></b:skin> এই code খুঁজে বের করেন আর ঠিক এর উপরে নিচে থাকা CSS code copy করে paste করুন তার পর save করুন কাজ শেষ ।

CSS code


.menu{
border:none;
border:0px;
margin:0px;
padding:0px;
font-family:verdana,geneva,arial,helvetica,sans-serif;
font-size:14px;
font-weight:bold;
color:8e8e8e;
}
.menu ul{
background:url(images/menu-bg.gif) top left repeat-x;
height:43px;
list-style:none;
margin:0;
padding:0;
}
.menu li{
float:left;
}
.menu li a{
color:#666666;
display:block;
font-weight:bold;
line-height:43px;
padding:0px 25px;
text-align:center;
text-decoration:none;
}
.menu li a:hover{
color:#000000;
text-decoration:none;
}
.menu li ul{
background:#e0e0e0;
border-left:2px solid #0079b2;
border-right:2px solid #0079b2;
border-bottom:2px solid #0079b2;
display:none;
height:auto;
filter:alpha(opacity=95);
opacity:0.95;
position:absolute;
width:225px;
z-index:200;
/*top:1em;
/*left:0;*/
}
.menu li:hover ul{
display:block;
}
.menu li li {
display:block;
float:none;
width:225px;
}
.menu li ul a{
display:block;
font-size:12px;
font-style:normal;
padding:0px 10px 0px 15px;
text-align:left;
}
.menu li ul a:hover{
background:#949494;
color:#000000;
opacity:1.0;
filter:alpha(opacity=100);
}
.menu p{
clear:left;
}
.menu #current{
background:url(images/current-bg.gif) top left repeat-x;
color:#ffffff;
}


বি : দ্র : save করার পর কখনো template পরিবর্তন করবেন না।করলে HTML brack up হয়ে যাবে ।

কাজ হলে comment করতে ভুলবেন না । পোস্ট পড়ার জন্য ধন্যবাদ

ফেসবুকে রুবেলনেট

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More