সব চেয়ে সহজ পদ্ধতীতে ব্লগস্পট ব্লগের ফেভিকন পরিবর্তন করুন



আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে খুব সহজেই আপনার ব্লগের ফেভিকন পরিবর্তন করবেন।

অনেকেই অনেক ভাবেই করে থাকে তবে আমার কাছে আমার দেখানো এই নিয়ম অনেক সহজ মনে হয় এবং আমি এটা নিচ্চিত করে বলতে পারব যে যারা একেবারেই নতুন তারাও এটি করতে পারবেন।


আসুন আর কথা না বাড়িয়ে আমাদের টিউন শুরু করি।



ব্লগস্পট ব্লগের ফেভিকন যেভাবে পরিবর্তন করবেন :

  • প্রথমে একটি ছবি সিলেক্ট করুন যেটি আপনি আপনার ব্লগের ফেভিকন হিসেবে এড করতে চান
  • এখন নিচের ছবিটির মত একটি ফর্ম আসবে



  • এখানে শুধু মাত্র browse অপশনে এ ক্লিক করে আপনার সিলেক্ট করা ছবিটি সিলেক্ট করুন
  • তারপর Convert বাটনে ক্লিক করুন
  • ছবিটি এবার সেইভ করুন

  • এবার আপনার ব্লগে লগ ইন করুন
  • তারপর Deshbord > Design > Edit Fevicon এ ক্লিক করুন



  • এখন আপনার শেষ কাজ , Edit Favico এ ক্লিক করার পর আপনার কনভার্ট করা ছবিটি সিলেক্ট করে সেইভ করুন
  • এবার আপনার ব্লগ একবার প্রিভিউ দিয়ে দেখুন যে আপনার তৈরি করা ফেভিকন শো করছে।

 কজহলে কমেন্ট করবেন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ফেসবুকে রুবেলনেট

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More